ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৬:১২

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান (৪০) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলার পাঁচলিয়া হাটে গণজমায়েতকে কেন্দ্র করে এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরো একজন আহত হয়েছেন। নিহত জিল্লুর রহমান পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। তিনি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি।

পাঁচলিয়া হাটের ইজারাদার ওয়াজেদ আলী বলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বণিক সমিতির মিটিংয়ের নামে পাঁচলিয়া হাটে গণজমায়েত করার চেষ্টা করছিলেন। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি পুলিশ পাঠিয়ে দেন। পুলিশের সামনেই আরাফাতের লোকজন সেখানে মিটিং করার চেষ্টা করে। আমরা বাঁধা দিতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় প্রতিপক্ষের মারপিটে আহত হন ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান।

ইজারাদার ওয়াজেদ আলী আরো বলেন, তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আব্দুল্লাহ নামে আরো একজন আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বলেন, আমরা বণিক সমিতির সভা আহ্বান করার পর হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল আলমের লোকজন বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। কোনো মারপিটের ঘটনা ঘটেনি। ওই ইউপি সদস্য আগে থেকেই অসুস্থ ছিলেন, তাই স্ট্রোক করে মারা গেছেন।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, দুই পক্ষের কথা কাটাকাটি হয়েছে। ময়নাতদন্তের পর ইউপি সদস্যের মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত