ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

নাটোরে নতুন ১৮ জনের করোনা শনাক্ত

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ০৬:০৬

নাটোরে নতুন ১৮ জনের করোনা শনাক্ত

নাটোরে নতুন করে ১৮ জন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে।

শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে নাটোর সিভিল সার্জন অফিসকে এই তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে- ৭ জন নাটোর সদর, ৫ জন সিংড়ার, ৫ জন বড়াইগ্রাম ও ১ জন গুরুদাসপুর উপজেলার।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, শুক্রবার রামেক ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের ১৮ জন ও রাজশাহীর ৯ জন।

নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজার রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে রামেক ল্যাব থেকে নাটোরে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, নতুন করে এই ১৮ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২৮২ জন। এখন পর্যন্ত ৯৭ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছে একজন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত