ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দেশে ফেরার আশঙ্কায় আড়াই লাখের বেশি কুয়েত প্রবাসী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ০৭:০৯

দেশে ফেরার আশঙ্কায় আড়াই লাখের বেশি কুয়েত প্রবাসী

কুয়েতে মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই অভিবাসী। অভিবাসীদের এ সংখ্যা পর্যায়ক্রমে ৩০% শতাংশে নামিয়ে আনতে একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে দেশটির সরকার।

জানা গেছে, ওই খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র ৩% কোটা প্রস্তাব করা হয়েছে।

কুয়েতে বর্তমানে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। কোটা অনুযায়ী কুয়েত সরকার যদি মাত্র ৩% বাংলাদেশি অভিবাসীকে জায়গা দেয় তাহলে আড়াই লাখেরও বেশি অভিবাসীকে বাংলাদেশে ফিরে আসতে হবে।

সেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন কোটায় ভাগ করে ফেরত পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে। এ লক্ষ্যে কুয়েতের পার্লামেন্টের একটি কমিটি সম্প্রতি এ সংক্রান্ত খসড়া কোটা বিল অনুমোদন করে।

প্রস্তাবিত এই বিলটির আইনে পরিণত হওয়া নিয়ে বেশ আতঙ্কে আছেন সেখানে অবস্থানরত প্রবাসীরা।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম কুয়েতি গণমাধ্যমে এমন খবর প্রচার হতে দেখেছেন।

করোনাভাইরাসের মহামারীর কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় সেইসঙ্গে উৎপাদন বাধাপ্রাপ্ত হওয়ায় কুয়েত সরকার অভিবাসীদের কমিয়ে আনতে চাইছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

  • সর্বশেষ
  • পঠিত