ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৮:৪২

কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ

সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাবে ফুঁসে উঠেছে বরিশালের ছাত্রসমাজ। ওই প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্রসমাজ।

শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর সদর রোডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার অনিক। বক্তব্য রাখেন সরকারী বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবকে ভিপি একেএম জাহাঙ্গীর হোসাইন, সাবেক এজিএস হাফিজ আহমেদ বাবলু, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আলম রায়হান ও কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সরকারী বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোন অবদান নেই। সাবেক রাস্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মাওলাসহ বিভিন্ন গুণীজনের অর্থে ‍এবং কলেজের নিজস্ব অর্থায়নে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজে অশ্বিনী কুমার দত্তের কোন অবদান নেই। কাজেই সরকারি বরিশাল কলেজের নাম কোনভাবেই‍ পরিবর্তন করা যাবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।

প্রসঙ্গত, সম্প্রতি বরিশালের জেলা প্রশাসক সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নাম প্রস্তাব করায় এ আন্দোলন শুরু হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত