ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে আরও ৪১ জনের করোনা শনাক্ত

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ২৩:৪৮  
আপডেট :
 ১৪ জুলাই ২০২০, ২৩:৪৯

দিনাজপুরে আরও ৪১ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন ১৫ জনসহ এ পর্যন্ত ৬১০ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় ১জনসহ এ পর্যন্ত জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৪১০ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলাতেই ৩৩ জন, বিরলে ৩জন, পার্বতীপুরে ২জন, খানসামায় ১জন, কাহারোল ও ঘোড়াঘাটে ১জন করে।

মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩৮৫ জন, ৬৫ জন, বিরামপুরে ১১২ জন, বীরগঞ্জে মোট ৩০ জন, বোচাগঞ্জে ২৪ জন, চিরিরবন্দরে ৭৫ জন, ফুলবাড়ীতে ৪১ জন, ঘোড়াঘাটে ৬৩ জন, হাকিমপুরে ১২ জন, কাহারোলে ৫১ জন, খানসামায় ৪৭ জন, নবাবগঞ্জে ৫৩ জন, এবং পার্বতীপুরে ৮১ জন।

১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫জন, বিরামপুরে ১জন, বীরগঞ্জে ২জন, বোচাগঞ্জে ২জন, চিরিরবন্দরে ৩জন, ফুলবাড়ীতে ২জন, কাহারোলে ১জন, খানসামায় ১জন, নবাবগঞ্জে ১জন ও পার্বতীপুরে ১জন। আর এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২২ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত