ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২০, ১১:৪১  
আপডেট :
 ১৯ জুলাই ২০২০, ১১:৫০

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকী।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬জুলাই) তিনি তার নমুনা প্রদান করেন । শনিবার (১৮জুলাই) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে । তিনি তার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টোইনে আছেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি করোনা পজেটিভের কথা স্বীকার করে জানান, করোনার উপসর্গ সর্দি, কাশি কিছুটা আছে। তবে শারীরীকভাবে সুস্থ আছেন। এ সময় সকলের দোয়া কামনা করেন তিনি। শনিবার (১৮জুলাই) রাতে পিরোজপুরে নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেল ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত