ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

যশোরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২০, ১০:৫৪  
আপডেট :
 ২১ জুলাই ২০২০, ১১:১৫

যশোরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

যশোরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম (৮৫) এবং মাগুরা জেলার শালিখা উপজেলার খলিলুর রহমানের ছেলে রেজাউল আলোম (৬৫)।

সোমবার যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের আর এম ও ডা.আরিফ আহম্মেদ জানান, শহিদুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে সোমবার রাত ৩টার দিকে শহিদুল ভর্তি হয়। ভোর ৬টার দিকে তিনি মারা যান। আর রেজাউল আলম সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয় এবং সকাল ১১টার দিকে হাসপাতালের আইসোলেশনে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে দাফনের জন্য পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

এর আগের দিন রোববার বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসেব মতে যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল এক হাজার ৩২৭। এদের মধ্যে মারা গেছেন ১৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৬৯ জন।

  • সর্বশেষ
  • পঠিত