ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২০, ০৩:১২  
আপডেট :
 ২২ জুলাই ২০২০, ০৩:১৮

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলেনূর বেগম (৫৬) নামে এক নারীর জমি দখল নিতে প্রভাবশালীর লোকজন ওই জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগীদের পিটিয়ে আহত করে বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলা করতে গেলে প্রভাবশালীদের তদবিরে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে গোলেনূর বেগম বাদী হয়ে, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।

গোলেনূর বেগম জানান, তিনি কালাদী এলাকায় তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমি তিনি নিজ নামে রেজিস্ট্রি করে ভোগদখল করে আসছেন। কিন্তু গত পহেলা জুলাই একই এলাকার আমিনুল, খোরশেদ, বিল্লাল, মহসীনসহ অজ্ঞাত ১৫/২০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলে নিতে গোলেনূরের জমির চারদিকে জোরপূর্বক ২ ফুট সীমানা প্রাচীর নির্মাণ করে।

এসময় তাদেরকে বাধা দিতে গেলে গোলেনূর ও তার পরিবারের দুই সদস্যকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।

ওইদিনই গোলেনূর বেগমসহ তার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রভাবশালী প্রতিপক্ষের তদবিরে মামলা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত