ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি ‘গুজব’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২০, ২৩:১৭  
আপডেট :
 ২৩ জুলাই ২০২০, ০০:৪৬

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি ‘গুজব’

বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড নামক একটি ফেসবুক পেইজ এর মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’’। সংবাদটি ভিত্তিহীন ও গুজব।

বুধবার রাতে বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি বলেন, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হল। শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত