ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্য অধিদপ্তরে শাজাহান খানের মেয়ের অভিযোগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২০, ১৮:৪৫  
আপডেট :
 ২৭ জুলাই ২০২০, ১৮:৫১

স্বাস্থ্য অধিদপ্তরে শাজাহান খানের মেয়ের অভিযোগ

নিজের করোনা পরীক্ষার ভুল রিপোর্ট সম্পর্কে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে শাজাহান খান ও ঐশী খান স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হয়ে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের কাছে তাদের অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে হাজির হয়ে লাগেজ বুকিং দিয়ে চেক করার মুহূর্তে জানানো হয়, অনলাইনে আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ।

অভিযোগপত্রে আরও বলা হয়, আমার করোনার কোনো লক্ষণ ছিল না। রিপোর্টও নেগেটিভ হওয়ায় আমি আমার পরিবারের সবার সঙ্গে স্বাভাবিক চলাফেরা করেছি। আমার বাবা সাবেক নৌপরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাতবারের নির্বাচিত এমপি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের সঙ্গে একই গাড়িতে বাসা থেকে বিমানবন্দরে যাতায়াত করেছি। যার ফলে আমার বাবাও করোনা ঝুঁকির মধ্যে থাকবেন বলে আমিসহ পরিবার দুশ্চিন্তায় আছি। এছাড়া আমার এই রিপোর্ট নিয়ে এরই মধ্যে আমার বাবা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার হওয়াও আমার বাবার সম্মানহানি হয়েছে, যা অমার্জনীয় অপরাধ।

ঐশী খান লেখেন, তাই এ ধরনের ভুল রিপোর্ট সম্পর্কে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় মানুষকে অযথা হয়রানি হতে না হয় তার জন্য অনুরোধ করছি।

এর আগে রোববার (২৫ জুলাই) সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জাল সনদ দেওয়ায় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ঐশী খান লন্ডন যেতে পারেনি।

এরপর আবারও করোনা পরীক্ষা করা হলে ২৬ জুলাই করোনা পজেটিভ আসে ঐশীর। একদিনের ব্যবধানে টেস্টের দু'রকম ফলাফল আসায় সমালোচনা শুরু হয়।

এদিকে, ভুল রিপোর্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক। তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান ল্যাবরেটরির পরিচালক।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত