ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দিশেহারা বানভাসি মানুষ

  রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ১৭:৩১

দিশেহারা বানভাসি মানুষ

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার পদ্মার পানি বিপদসীমার ১১৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার ১১৯ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ৯.৮৪ পয়েন্ট অর্থাৎ বিপদসীমার ১১৯ সে.মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার সাথে সাথে নিম্নাঞ্চলের বসবারত মানুষের দুর্ভোগের মাত্রাও বাড়ছে। দু’দফায় বন্যার পানিতে বানভাসিদের নানা ধরণের সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে। বাড়িঘর, ফসলি জমি সবই এখন বন্যার পানির নিচে। ঘরে নেই পরিবারের মানুষের খাদ্য।

এসব মানুষের ঘরে এখন খাবারসহ বিভিন্ন ধরণের সঙ্কট দেখা দিয়েছে। সেইসাথে গবাদিপশুর খাবার না থাকায় আরো বেশি সমস্যায় পড়েছেন। ফসলি জমির ধান, পাট ও বিভিন্ন ধরণের সবজি বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির সঙ্কট, বিষধর সাপের ভয়, শিশু বাচ্চাদের লালন-পালন এখন হুমকির মধ্যে পরেছে।

ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকেরা চরম লোকসানে পড়েছেন। সেইসাথে গবাদিপশুর কাঁচা ঘাস ও খড় পানিতে নষ্ট হওয়ায় দেখা দিয়েছে খাদ্যেও অভাব। নিম্নাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ এখন বন্যার পানির সাথে দুর্বিসহ যন্ত্রণার মধ্যে বসবাস করছে।

পদ্মার নিম্নাঞ্চলের প্রায় ১৩টি ইউনিয়নের ৫০টিরও বেশি এলাকায় বন্যার পানিতে তলিয়ে অর্ধলক্ষাধিক মানুষ ১ মাসেরও বেশি সময় ধরে দুর্ভোগে পড়েছে। পানি বাড়ার কারণে এবং বন্যার পানি স্লুইজগেট দিয়ে প্রবেশ করে বেড়িবাঁধের বাইরের ও ভেতরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে পানিবন্দি ও বানভাসি মানুষগুলোর।

গত ১ মাসেরও বেশি সময় ধরে এমনই দুর্ভোগ ও সমস্যার মধ্যে বসবাস করে যাচ্ছেন এসব বন্যা কবলিত অঞ্চলের মানুষ। দুর্ভোগ এখন বানভাসিদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে বেড়িবাঁধে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত