ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘গোড়-এ শহীদ’ বড় ময়দানে ঈদের জামাত হচ্ছে না

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ১৯:৫৮

‘গোড়-এ শহীদ’ বড় ময়দানে ঈদের জামাত হচ্ছে না

এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’ বড় ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

গত ৪ বছর ধরে এই মাঠে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু করোনার সংক্রমণ এড়াতে এই ময়দানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

সরকারিভাবে নির্দেশনা পাওয়ার পর গত ঈদুল ফিতরের ঈদের জামাত গোর এ শহীদ বড় ময়দানে হয়নি। এবারও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

ঈদগাহ বস্তি এলাকার আব্দুস সালাম বলেন, গত কয়েক বছর ধরেই লাখো মুসল্লির সঙ্গে এখানে নামাজ আদায় করি। তবে এবার করোনার কারণে তা হবে না।

মুসল্লি শফি উদ্দিন বলেন, মাঠে একসঙ্গে নামাজ আদায় করা আনন্দের একটি অংশ। এবার তা হচ্ছে না। তবে সবাই যেন করোনা থেকে মুক্ত থাকেন এই কামনা করি।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, সরকারের নির্দেশনা মতে কোনও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। সেই কারণে ‘গোড়-এ শহীদ’ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

প্রতিটি মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই একমত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে সেখানে নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত