ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঈদের আগেই নিয়োগ নিয়ে বিরাট দুঃসংবাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ০৯:২০

ঈদের আগেই নিয়োগ নিয়ে বিরাট দুঃসংবাদ

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় আরও ২ হাজার সহকারী সার্জন পদ সৃষ্টি করা হলেও আপাতত সেই নিয়োগ হচ্ছে না। জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪৭০টি উপজেলা হাসপাতালে সহকারী সার্জন (ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ইন্ডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট ও অ্যানেস্থিসিয়া) পদে চিকিৎসক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু মঙ্গলবার সেই ২ হাজার চিকিৎসক নিয়োগের স্মারকটি বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত