ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সরকারি চাল আত্মসাতের দায়ে খাদ্য পরির্দশক আটক

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২০, ০০:৫৭

সরকারি চাল আত্মসাতের দায়ে খাদ্য পরির্দশক আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯০ মেট্রিক টনের বেশি সরকারি চাল লোপাটের ঘটনায় দুদকের অভিযোগের ভিত্তিতে উপজেলা খাদ্য পরির্দশক পলাশ পাল চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় শহর থেকে তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আফিফ-আল মাহমুদ ভুঁঞা জানান, খাদ্য গুদামের দায়িত্ব পালনকালে ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারি চাল (৮৫ লাখ ২৫ হাজার ৫৩৭টাকার ) লোপাটের অভিযোগের বিষয়ে দুদক তদন্তে নামলে প্রাথমিকভাবে এর সতত্য পায়। এরই পরিপ্রেক্ষিতে দুদকের অভিযোগে উপজেলা খাদ্য পরিদর্শক পলাশ পাল চৌধূরীকে রাত সোয়া ৯টায় আটক করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে ওএসডি করার বিষয়টি এখনো তদন্তাধীন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত