ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, দাম চড়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২০, ১৪:৩৫  
আপডেট :
 ৩১ জুলাই ২০২০, ১৪:৫৮

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, দাম চড়া

রাত পোহালেই ঈদুল আযহা। তাই শেষ মূহুর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। পছন্দের পশুটি কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ফলে লোকসানের শঙ্কা কিছুটা কেটেছে বিক্রেতাদের।

তবে, সরবরাহ কম থাকায় রাজধানীর বেশির ভাগ হাটে পছন্দের পশু পাচ্ছেন না ক্রেতারা। তারমধ্যে চড়া দামেই বিক্রি হচ্ছে পশু।

ইজারাদাররা বলছেন, করোনার প্রভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় হাটে গরু এসেছে অর্ধেকেরও কম। বিকেলে কোরবানির পশুর চাহিদা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ক্রেতারা বলছেন- হাটে গরুর সংখ্যা আগের ‍তুলনায় খুবই কম। বিক্রেতারা দাম হাঁকছেন দেড় থেকে দুই গুন। তবে শেষ সময়ে পশু বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

অন্যদিকে রাজাধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে পশুর হাট। এরমধ্যে মাগুরার হাটগুলো জমে উঠেছে। পশুও রয়েছে অনেক। নিজেদের পছন্দের পশুটি কিনতে ক্রেতারা করছেন দরদাম। দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও, সন্তুষ্ট নয় বিক্রেতারা।

তারা বলছেন, গত বছরের থেকে পশু ভেদে ২০ থেকে ৫০ হাজার টাকা কমে বিক্রি করতে হচ্ছে তাদের।

কুমিলার হাটগুলোতে বিগত বছরগুলোয় ঈদের আগের দিন যে চাপ থাকে এবার ততোটা দেখা যায়নি। তবে, গত কয়েকদিনের তুলনায় ক্রেতার সংখ্যা বেশ বেড়েছে। ফলে, পশু বিক্রির আশা দেখছেন খামারিরা।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ভারত থেকে গরু আসা রোধ করা গেছে বিধায় হাটে দেশি গরুর সংখ্যা বেড়েছে। এতে খামারিরা নায্যমূল্য পাবে বলে আশাবাদী তিনি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত