ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

কোরবানির বর্জ্য অপসারণ না হলে যে নম্বরে অভিযোগ করবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২০, ১৫:৪৬

কোরবানির বর্জ্য অপসারণ না হলে যে নম্বরে অভিযোগ করবেন

পবিত্র ঈদ-উল-আযাহার কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের সাড়ে ১৭ হাজার কর্মী মাঠে থেকে কাজ করবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, এবারের ঈদে কোরবানির বর্জ্য অপসারণে ‘বিশেষ ব্যবস্থা’ নেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে জন্য দক্ষিণের নগর ভবনের শীতলক্ষ্যা হলে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা কোরবানি পশুর বর্জ্য অপসারণ না হলে ০১৭০৯৯০০৭০৫ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত