ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

আগুনে পুড়লো ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১৭:৫৭

আগুনে পুড়লো ১৪ ব্যবসা প্রতিষ্ঠান

ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে বেশ কয়েকটি মুদি ও হার্ডওয়ারের গোডাউনসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের সহকারী উপপরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রোববার আনুমানিক রাত দেড়টার দিকে বাজারের টিন পট্টির ‘ভাই ভাই স্টোর; থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও চাঁদপুরের ৬টি ইউনিট রাত ২টা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। তবে প্রাথমকি হিসাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরজেমিন তদন্ত শেষে তালিকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত