ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

মেজর সিনহা নিহত

কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৪:১১  
আপডেট :
 ০৫ আগস্ট ২০২০, ১৪:৩৬

কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বুধবার দুপুর ১টা ১৫মিনিটের দিকে একটি বিশেষ হেলিকপ্টারে করে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান দুই বাহিনী প্রধান।

এরপরে বিমানবন্দর থেকে তারা কক্সবাজরের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান করছেন তারা। সেখানে বিশ্রাম শেষ ২ বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করবেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে।

আরও পড়ুন: ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা

প্রসঙ্গত, ৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেট কারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। তিনি ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত