ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সিনহা হত্যা

সিফাত ও শিপ্রার মুক্তি চায় স্ট্যামফোর্ডের শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৯:৫০  
আপডেট :
 ০৬ আগস্ট ২০২০, ১৯:৫৩

সিফাত ও শিপ্রার মুক্তি চায় স্ট্যামফোর্ডের শিক্ষার্থীরা

পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা রাশেদের সঙ্গী শিপ্রা ও সিফাতের মুক্তির দাবিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। ঘটনার সময় এই দুইজন সিনহার সঙ্গে ছিলেন। তাদেরকে আটক করে পুলিশ।

ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের চায় তারা।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদের নিহতের ঘটনায় নিরীহ শিক্ষার্থীদের ফাঁসানোর চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত এবং শ্রিপ্রা ও সিফাতের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সেইসাথে তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তার কথাও তুলে ধরেন সিফাত-শিপ্রার বন্ধুরা।

৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে সিনহা মারা যাবার পর পুলিশের দিকে গুলি তাক করে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় সিফাতকে। পরে একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয় শিপ্রাকেও।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত