ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা ও উপসর্গে কুমেকে তিনজনের মৃত্যু

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১৮:৩৫

করোনা ও উপসর্গে কুমেকে তিনজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) গেল ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।

শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, উপসর্গে মারা গেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকার সমির উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪০), কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবদুল হামিদের ছেলে ফরিদ মাস্টার (৭০)। এছাড়া করোনায় মারা যান কুমিল্লা শহরতলীর বালুতুপা এলাকার আবুল হাসেমের ছেলে আবুল কালাম আজাদ (৫৭)।

হাসপাতালের সহকারী সার্জন মারজানা আক্তার বলেন, বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩১ জন। এর মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ৫১ জন। মোট রোগীর মধ্যে করোনা পজিটিভ ৬০ জন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ। বর্তমানে আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত