ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

আদিবাসী মন্ত্রণালয় গঠনের অনুরোধ কুয়াকাটার রাখাইনদের

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৭:২৯  
আপডেট :
 ০৯ আগস্ট ২০২০, ১৭:৪৪

আদিবাসী মন্ত্রণালয় গঠনের অনুরোধ কুয়াকাটার রাখাইনদের

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার র‍্যালি শেষে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আদিবাসী দিবস উদযাপন কমিটি এর আয়োজন করে।

সাভায় সভাপতিত্ব করেন আদিবাসী দিবস উদযাপ কমিটির সভাপতি মংম্যাচিং মাষ্টার। বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, পৌর কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার একাধিক রাখাইনপল্লীর অর্ধশত রাখাইন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ পাঠ করেন রাখাইন অধিকার আন্দোলনকর্মী মংম্যা। তিনি বলেন, এ অঞ্চলের আদিবাসী রাখাইনরা অস্তিত্ব সঙ্কটে পড়েছে। শিক্ষা-দীক্ষা, নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি-কালচার থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। প্রাকৃতিক খাদ্যাভাব দেখা দিয়েছে।

রাখাইনদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি এ জনগোষ্ঠীকে আন্তরিক হতে হবে। আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে কুয়াকাটায় একটি আদিবাসী জাদুঘর নির্মাণের কথাও বলেন মংম্যা।

উপস্থিত রাখাইনরা আদিবাসী মন্ত্রণালয় গঠন ও ভূমি অধিকার রক্ষায় বিশেষ কমিশন গঠনে সরকারকে অনুরোধ করেন।

কলাপাড়া উপজেলা আদিবাসী দিবস উদযাপ কমিটির সভাপতি মংম্যাচিং মাষ্টার বলেন, কুয়াকাটার আদিবাসী রাখাইনদের অধিকার প্রতিষ্ঠা হোক এ দিবসের মূল লক্ষ্য।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত