ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ০০:৩৩  
আপডেট :
 ১২ আগস্ট ২০২০, ০০:৩৬

গোপালগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলামের (৭০) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৩০ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গত রোববার (৯ আগস্ট) করোনা উপসর্গ নিয়ে জাফরুল ইসলাম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরের দিন সোমবার তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। ওই দিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

এদিকে, জাফরুল ইসলামের মৃত্যুর সংবাদ কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও হিরন ইউনিয়নবাসীর মাঝে শোকের ছায়া নেমে আছে। বুধবার বাদ জোহর হিরন মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, মুকসুদপুর উপজেলায় ৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও কোটালীপাড়ায় ২ জন রয়েছেন। এছাড়া মুকসুদপুরে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত