ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

রোগীকে যৌন হয়রানির মামলায় প্যাথলজি সহকারী গ্রেপ্তার

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৮:২২

রোগীকে যৌন হয়রানির মামলায় প্যাথলজি সহকারী গ্রেপ্তার

পিরোজপুরে রোগীকে যৌন হয়রানির মামলায় মো. এনামুল হোসেন অপু (২৬) নামের এক প্যাথলজি সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত এনামুল হোসেন অপু পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের খানাকুনারিয়া গ্রামের মো. নুরুল নবী শেখের ছেলে এবং জেলা হাসপাতালের সামনের নিউ লাইফ ডায়াগনিষ্টিকে প্যাথলজি সহকারী হিসাবে কাজ করেন।

এর আগে রোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই রোগী গত মঙ্গলবার জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রানা সাহা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার পরামর্শ দেন। সে সময় সেখানে (হাসপাতালে) থাকা ওই প্যাথলজি সহকারী রোগীকে ইসিজি করার জন্য সরঞ্জামাদি নিয়ে হাজির হয়।

এ সময় ইসিজি করার কথা বলে হাসপাতালে থাকা রোগীর ভাইকে সরিয়ে বেডের চারদিকে কাপড় টানিয়ে দেয়। পরে ইসিজি করার নামে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় রোগীর ডাক-চিৎকারে তার ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে এনামুল হোসেন অপু পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত