ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফজলী ১৫-১৬ হাজার, আম রুপালী ৯-১০ হাজার টাকা মণ

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০১:৩৩

ফজলী ১৫-১৬ হাজার, আম রুপালী ৯-১০ হাজার টাকা মণ

ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর আম বাজার। বাজারে ফজলী আম ১৫ থেকে ১৬ হাজার টাকা, আম রুপালী ৯ থেকে ১০ হাজার টাকা, আশ্বিনা আম ৩ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

বুধবার রাজশহী রাজশহী শালবাগানের আম ব্যবসায়ীরা এমনই তথ্য দেন।

স্থানীয় আম ব্যবসায়ী রাশেদ বলেন, গত বছরের তুলনায় আমের দাম অনেক বেশি। প্রতিদিনই আমের দাম বাড়ছে। এবছর বাজারে আমের সরবরাহ অন্য বছরের তুলনায় কম। তাই দামও বেশি।

ব্যবসায়ী সজীব হোসেন বলেন, বর্তমান আমের বাজার দর, ফজলী আম ১৫থেকে ১৬ হাজার টাকা মণ, আম রুপালী ৯ থেকে ১০ হাজার টাকা মণ, আশ্বিনা আম ৩২শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গত বছর ফজলী আম ৬ হাজার টাকা মণ, আমরুপালী ৫ হাজার টাকা মণ এবং আশ্বিনা আম ১৬ থেকে ১৭শ টাকা মনে বিক্রি করেছি।

চলতি মৌসুমে ঝড় ও শিলাবৃষ্টিসহ নানা কারণে আমের উৎপাদন কম হয়েছে। এরফলে এবার নির্ধারিত সময়ের আগেই রাজশাহী অঞ্চলের বাজার থেকে আম ফুরিয়ে যাবে বলে জানিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত