ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০৩:০৭  
আপডেট :
 ১৩ আগস্ট ২০২০, ০৩:১৩

দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই!

খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্য পিস্তল ঠেকিয়ে এক চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১৪ লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বুধবার বেলা দুইটার দিকে খুলনা জিলা স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ব্রাইট সি ফুড নামে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান জানান, সদর থানা এলাকার স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তুলে তার অফিসের দুই কর্মকর্তা ও দুই ব্যবসায়ী নগরের নতুন বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন প্রাইভেটকারে করে। বেলা দুইটার দিকে জিলা স্কুল মোড় অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর গাড়ির ভেতরে থাকা ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে যান।

পরিচালক আরও জানান, ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে কাস্টমঘাটের দিকে যাওয়ার সময় মোড়ের এক পুলিশ সদস্য বিষয়টি দেখে ফেলেন। তিনি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলেও ধরতে পারেননি। ছিনতাইয়ের ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ছিনতাইয়ের ঘটনা জানার পর ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পরীক্ষার কাজ চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত