ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০৯:৪০

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে এলাকাবাসী

চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড। বুধবার রাত ১০টার দিকে শহরের পুরানবাজার হরিসভার প্রায় ২৫ মিটার এলাকায় ভাঙন দেখা দেয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

এতে মেঘনার ভাঙনের ঝুঁকিতে রয়েছে পুরো পুরানবাজার এলাকা। এ কারণে স্থানীয়রা মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা দিয়েছে। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালিভর্তি বস্তা ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত