ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সিলেটে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ২১:৪৩  
আপডেট :
 ১৩ আগস্ট ২০২০, ২১:৫১

সিলেটে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কস্থ সাদিপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, দুই শিশু ও অটোরিকশাচালক রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন বাস শেরপুরগামী অটোরিকশাকে (সিএনজি) চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার ২ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত আরো ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে এরা সবাই একই পরিবারের সদস্য।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আটকে পড়েছে শত শত গাড়ি। সিএনজির যাত্রী সবাই হতাহত হওয়ায় তাৎক্ষণিক কারো নাম পরিচয় জানা যায়নি।

এর আগে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহতের খবর নিশ্চিত করলেও হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান।

ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কায়সার খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত