ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে মাস্ক ব্যবহারে প্রশাসনের অভিযান

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৬:২৮

দিনাজপুরে মাস্ক ব্যবহারে প্রশাসনের অভিযান

দিনাজপুরে করোনার প্রার্দভাব নিয়ন্ত্রণে রাখতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মুখে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে উদ্ভুদ্ধ করতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের নেতৃত্বে গোর-এ শহীদ বড়ময়দান, পৌরসভা মোড়, স্টেশন চত্বর ও বাহাদুর বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে বেশ কয়েকটি দোকানে মাস্ক ছাড়া গ্রাহকের নিকট পণ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। এছাড়াও শহরে মাস্ক ছাড়া ঘোরাফেরা করা জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোঃ সানিউল ফেরদৌসসহ আরও অনেকে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত