ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বনানীতে ৬ ফার্মেসিকে ৯ লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৮:৩৯

বনানীতে ৬ ফার্মেসিকে ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর বনানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বনানী থানাধীন বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের টিম এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অভিযানে ৬টি ফার্মেসিতে এমন অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মানহা ফার্মেসি-২ এর মালিক সাইফুল ইসলাম বাবুকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে দেড় লাখ টাকা, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে ৭৫ হাজার টাকা, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে ৫০ হাজার টাকা, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে ৫০ হাজার টাকা এবং ঈশান ফার্মেসির ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জুকে ৫ লাখ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত