ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর পূর্ণ অবয়ব ভাস্কর্য উন্মোচিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২০, ২২:৩৮  
আপডেট :
 ১৫ আগস্ট ২০২০, ২২:৩৯

তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর পূর্ণ অবয়ব ভাস্কর্য উন্মোচিত

রাজধানীর তেজগাঁওয়ে উন্মোচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ অবয়ব ভাস্কর্য। ডাক অধিদপ্তরের পোস্টাল সর্টিং সেন্টারের সামনে এ ভাস্কর্যটি নির্মিত হয়েছে।

জাতীয় শোক দিবসে শনিবার সাত ফুট বেদির ওপর স্থাপিত ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ও তিনি এবং তার সঙ্গে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার এই সুযোগ পাওয়াটা আমাদের জন্য গৌরবের। এটি আমাদের জন্য একটি অনন্য ইতিহাস, একটি বিশাল সৃজনশীলতার প্রকাশ। মুক্তিযুদ্ধের গৌরব এবং শৌর্যকে অন্তরে লালন করে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করা জরুরি।

তিনি আরো বলেন, একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম। পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি, কারণ তাদের একজন বঙ্গবন্ধু ছিলো না।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধানসহ বিভাগের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত