ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল প্রদীপসহ ৩ আসামিকে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২০, ১৩:৩১  
আপডেট :
 ২১ আগস্ট ২০২০, ১৪:০৭

ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল প্রদীপসহ ৩ আসামিকে

মেজর (অব.) সিনহা হত্যা মামলার রিমান্ডে থাকা মূল ৩ আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে নিয়ে যাওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

তাদেরকে গত ১৮ আগস্ট সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মেজর (অব.) সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এর করা মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তার হেফাজতে নিয়ে যায়।

গত ৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত