ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

প্রাচীন মুদ্রা ও মাদকসহ যুবক গ্রেপ্তার

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ১৬:২৮

প্রাচীন মুদ্রা ও মাদকসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রাক বৃটিশ আমলের ১টি, বৃটিশ আমলের ১টি ও পাকিস্তান আমলের ১টিসহ মোট ৩টি মুদ্রাসহ সেলিম(২০) নামে এক যুকককে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

রোববার ভোররাতে নওগাঁর সাপাহার খঞ্জনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত সেলিম একই এলাকার লুৎফর রহমানের ছেলে।

প্রাক বৃটিশ আমলের মুদ্রার মূল্য ৫০ লাখ, বৃটিশ আমলের মুদ্রার মুল্য সাড়ে ৩৫ লাখ ও পাকিস্তান আমলের মুদ্রাটির মুল্য আড়াই লাখ টাকা বলে রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ।

তিনি জানান, নওগাঁর সাপাহার খঞ্জনপুর এলাকায় প্রাচীন আমলের মুদ্রা ও বিপুল মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এরই ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় প্রাক বৃটিশ আমল, বৃটিশ আমল, পাকিস্তান আমলের ৩টি মুদ্রাসহ ১৯৪ ফেনসিডিল জব্দ করে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত