ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

শতাধিক দরিদ্র নারী পেলো উন্নত জাতের হাঁস

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২০, ১৮:৫৮  
আপডেট :
 ২৫ আগস্ট ২০২০, ১৯:১২

শতাধিক দরিদ্র নারী পেলো উন্নত জাতের হাঁস

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক হতদরিদ্র নারীর মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডিআরসি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা কোডেক এ হাস বিতরণ করে।

চলমান দুর্যোগ সহনশীল পদ্ধতিতে আয়বর্ধনের মাধ্যমে স্বচ্ছলাতা ফিরিয়ে আনার লক্ষে প্রতিটি পারিবারিকে পাঁচটি করে হাঁস দেয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, ডিআরসি প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা সানজিদা সুলতানা সুমী, ফিন্যান্স এন্ড এ্যাডমিন কর্মকর্তা আফম কামরুল ইসলাম, ফিল্ড কর্মকর্তা জুয়েলসহ অন্যান্য ফিল্ড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত