মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন রাহাত খান: প্রধানমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২০, ২৩:১৫
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাহাত খান তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এসময় প্রয়াত এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসায় রাহাত খানের মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
রাহাত খান ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির বিভিন্ন দায়িত্ব সামলে এক সময় সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন রাহাত খান। ছোট গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন এই সাংবাদিক। বিখ্যাত সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি করা।
বাংলাদেশ জার্নাল/ এমএম