ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যশোরে তিন হত্যা: নির্যাতিত বন্দিদের জবানবন্দি শুরু

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৩

যশোরে তিন হত্যা: নির্যাতিত বন্দিদের জবানবন্দি শুরু

যশোরে ৩ বন্দি কিশোর হত্যা মামলায় আদালতে শিশু উন্নয়ন কেন্দ্রের নির্যাতিত বন্দিদের জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে। ১৫ নির্যাতিত বন্দি কিশোর পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেবে।

রোববার নির্যাতনের শিকার ৩ বন্দি আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তাদের জবানবন্দি গ্রহণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. রোকিবুজ্জামান।

প্রথমদিন যারা আদালতে নির্যাতনের ঘটনা বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করে তারা হলো, যশোর শহরের কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়, শহরতলীর ধর্মতলা বউবাজার এলাকার আসাদুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল মাহিম ও লালমনিরহাটের পাটগ্রাম থানার রসুলপুর (৮ নং ওয়ার্ড) এলাকার মফিজুল হকের ছেলে মোস্তফা কামাল হৃদয়।

মো. রোকিবুজ্জামান আরও জানিয়েছেন, এদের মধ্যে মোস্তফা কামাল হৃদয়ের জামিন দিয়েছে আদালত। নাইম হোসেন নামে আরো একজন জামিন পেয়েছে। তারা শিশু উন্নয়ন কেন্দ্র ছেড়ে চলে যাবে। ফলে তাদের যাওয়ার আগে সাক্ষী হিসাবে জবানবন্দি গ্রহণ করা জরুরি। পর্যায়ক্রমে ১৫ জনের জবানবন্দি গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ জন বন্দির ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। এতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত