ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

রাজশাহীতে পুলিশের ‘মোবাইল এসএমএস’ সেবা চালু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯

রাজশাহীতে পুলিশের ‘মোবাইল এসএমএস’ সেবা চালু

সেবাগ্রহীতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদান চালু করেছে রাজশাহী জেলা পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি (জিডি) করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। তার মোবাইল ফোনে এসএমএস (খুদে বার্তা) এর মাধ্যম পেয়ে যাবেন সব তথ্য।

গত ২ সেপ্টেম্বর থেকে রাজশাহী জেলার ৮টি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নাম্বার থেকে সেবাগ্রহীতাদের এই বার্তা পাঠানো হচ্ছে।

জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে তার অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে।

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহর তত্ত্বাবধায়নে মোবাইল এসএমএস কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর)।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত