ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের প্রতিবেদন বৃহস্পতিবার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১২

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের প্রতিবেদন বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গণশুনানির পর জেলা প্রশাসনের তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিতাস গ্যাসের লিকেজ সন্ধানে মাটি খনন কাজ ঘুরে দেখার সময় তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববি সাংবাদিকদের এ কথা জানান।

খাদিজা তাহেরী ববি বলেন, গত দুই দিন গণশুনানি করা হয়েছে। মঙ্গলবারের শুনানিতে আরও ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাঁচ কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত চলমান আছে। তদন্ত চলাকালে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্তের স্বার্থে কোনো কিছু করা ঠিক হবে না। আমরা সম্ভাব্য সব কিছু মাথায় রেখেই তদন্ত কাজ চালাচ্ছি।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে এক শিশু ও ওই মসজিদের ইমামসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আরও নয়জন শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালের বার্ন ইউনিটে চিকিসাধীন রয়েছেন।

এ ঘটনায় তিতাসের চার কর্মকর্তাসহ আট জনকে সাময়িক বরখাস্ত করাও হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত