ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভায় পুলিশি বাঁধা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯

তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভায় পুলিশি বাঁধা

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গণ জমায়েত নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে পণ্ড হয়ে গেল মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা।

বুধবার সকাল ১১ টায় মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, সদর উপজেলার চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসভবনের সামনে খোলা জায়গায় নিজ সাংগঠনিক প্রতিষ্ঠান ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’ মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করে।

এ সময় সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে একটি দল সভা বন্ধ করে দেয়। সভায় প্রধান অতিথি হিসেবে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা থাকলেও সভাটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি আসেননি।

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, ‘আমাদের এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদক বিরোধী সভা করা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করেছিলাম।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে সভার আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবে।’

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া এ রকম সভার আয়োজন করা বেআইনি। তাছাড়া করোনা পরিস্থিতির গণ জমায়েত নিষিদ্ধ হওয়ায় এ সভা বন্ধ করে দেয়া হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/এনকে/কেআই

  • সর্বশেষ
  • পঠিত