ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম ওরফে খুটা মোহাম্মদ (৩০) নামক এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান। নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে স্থানীয় ৪/৫ জন জেলে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিলো। এ সময় তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ১৭১ বিএসএফ’র বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে অন্যরা পালিয়ে আসলেও শরিফুল ইসলাম নিহত হন।

নিহত ব্যক্তির লাশ বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত