ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

পাটুরিয়া-ঢাকা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

  শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১১  
আপডেট :
 ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:২০

পাটুরিয়া-ঢাকা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দীর্ঘ প্রায় এক মাস ধরে স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার সকালে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরেরডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোর পর্যন্ত ৩ কিলোমিটার, মোট ৬ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। এ সময় ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে নাব্যতা সঙ্কটসহ বিভিন্ন সমস্যার কারণে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন এ রুট দিয়ে পারাপার হচ্ছে। এর ফলে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই ফেরি পারাপার হতে গিয়ে যাত্রীদের ঘাট এলাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে শাহ আলীসহ ৪টি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য মধুমতিতে পড়ে থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারপার হচ্ছে। এ কারণে এ নৌ-রুটে ফেরি স্বল্পতাও দেখা দিয়েছে।

ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক আমেজ শেখ জানান, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পাটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা সঙ্কট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে আজ সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি। এরকম কয়েকশ' বাস ও ট্রাক ফেরি পারাপারের জন্য এলাকায় পড়ে রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে নাব্যতা সঙ্কট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় এ ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত