ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রোগীদের সঙ্গে যেভাবে প্রতারণা করতো ‘দালালরা’

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২

রোগীদের সঙ্গে যেভাবে প্রতারণা করতো ‘দালালরা’

রোগী ধরার ৮ দালালকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বাটার গলিতে অভিযান চালিয়ে এই ৮ জনকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন আলমগীর হোসেন, মাহবুব হাওলাদার, মো. মাসুম, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহীন মৃধা, জামাল হোসেন এবং আনোয়ার হোসেন-২।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এই ৮ জনের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিরুপম মজুমদার জানান, বরিশালে বেশিরভাগ চিকিৎসক প্রাইভেট প্র্যাক্টিস করেন নগরীর সদর রোড এলাকায়। এ কারণে এই এলাকায় রয়েছে বেশিরভাগ ডায়গনিস্টিক সেন্টার ও ক্লিনিক। একটি চক্র অপরিচিত চিকিৎসকদের কাছে রোগীদের বাস ও লঞ্চ টার্মিনাল থেকে ভুল বুঝিয়ে নিয়ে যায়।

বিভিন্ন ডায়গনিস্টিক সেন্টারে তাদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বাবদ টাকা নেয়া হয়। এভাবে দিন দিন প্রতারিত হয়ে আসছিল গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য আসা সহজ সরল মানুষ। প্রতারণার হাত থেকে রক্ষা করতে চালানো হয় এই অভিযান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত