ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সীমান্তে মিয়ানমারের সেনা টহল বৃদ্ধি

মিয়ানমারকে আমরা উদ্বেগের কথা জানিয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৬

মিয়ানমারকে আমরা উদ্বেগের কথা জানিয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মিয়ানমার সেনাদের গতিবিধি বৃদ্ধির ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার রাতে একাত্তর টিভির এক টক শো'তে আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার পর আমরা মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকেছি এবং আমাদের উদ্বেগের কথা তাদের জানিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ আমরা মিয়ানমারের সাথে চুক্তি করেছি তারা যদি আমাদের বর্ডার এলাকার দিকে আসে তাহলে তাদের দায়িত্ব আমাদের আগেই জানানো। কিন্তু সম্প্রতি তারা এটি আমাদের জানায়নি। আমরা তাদের ডেকেছি।

আব্দুল মোমেন বলেন, খবর পাওয়া পরই আমরা একটু সজাগ আছি। বিজিবিকে আমরা বলেছি; আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টায় আছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এটিকে আন্তর্জাতিক প্লাটফর্মে নেওয়ার সুযোগ নেই। তবে তা কিভাবে ডেভেলপ করবে বা মিয়ানমারের রেস্পন্সের উপর নির্ভর করবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত