ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

কালাই পৌরসভায় ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩০  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫

কালাই পৌরসভায় ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার।

বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্র মিলে তিনজন মেয়র প্রার্থী কালাই উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপির মনোনিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার ও সতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাহুল।

জয়পুরহাট নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, কালাই পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৫টা পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সময় শেষ হওয়ায় যারা মনোনয়পত্র জমা দেননি তাদের আর মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, বুধবার প্রার্থীতা বাছাই করা হবে, আর প্রার্থিতা প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর। এবার সব কয়টি ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত