ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৪ মিনিট আগে
শিরোনাম

আটকে আছে শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

আটকে আছে শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক
প্রতীকী ছবি

ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় ওই দেশের পেট্রাপোল বন্দরে আটকে পড়েছে শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।

ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সঙ্কট থাকায় দাম বেড়ে গেছে। এ অবস্থায় ১৪ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে এ ঘোষণার আগে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা পেঁয়াজের চালান নিয়ে আসার সময় পেট্রাপোল বন্দরে আটকা পড়ে শতাধিক ট্রাক।

ভারত থেকে পেঁয়াজ আমদানিকারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি সরোয়ার জনি বলেন, ওপারে শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক আটকা পড়েছে। যেগুলো বাংলাদেশে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ঢুকতে পারছে না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

আরও পড়ুন- এবার অনলাইনেও মিলবে টিসিবির পেঁয়াজ

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, নিষেধাজ্ঞার আগে পেট্রাপোল বন্দরে যেসব পেঁয়াজবোঝাই ট্রাকের গেটপাস হয়ে আছে, সেগুলো বাংলাদেশে ঢুকবে। তবে যেগুলোর গেট পাস হয়নি, সেগুলো আমদানি করতে হলে নতুন যে মূল্য নির্ধারণ করা হবে, সে মূল্যে পেঁয়াজ নিতে হবে। এরকম তথ্য আমাদের কাছে এসেছে।

আরও পড়ুন:

ভাণ্ডারে পেঁয়াজের গায়ে ‘আগুন’

পেঁয়াজের সেঞ্চুরি

ভারতে গেলো ইলিশ, এলো না পেঁয়াজ

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত