ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ইউএনও’র ওপর হামলা

জবানবন্দি দিতে আদালতে রবিউল

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৭  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২

জবানবন্দি দিতে আদালতে রবিউল

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় মূল আসামি রবিউলকে আদালতে তোলা হয়েছে।

ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে।

আসামি রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন বলে নিশ্চিত করেছেন পুলিশ।

জানা গেছে, দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক আনজুমান আরার আদালতে তোলা হয়েছে। দুপুর ২টার দিকে তার জবানবন্দি শুরু হবে। জবাববন্দির পর তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হতে পারে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছে, এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী সে নিজেই। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়়েছে সে। তার দেওয়়া তথ্যমতে- হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তার পড়নের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকার্যে সহায়ক হবে বলে জানিয়ে়ছে পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন ও প্রযুক্তির মাধ্যমে রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এরপর তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন

যেভাবে ইউএনওর ওপর হামলা করেছিলো রবিউল​

ইউএনও’র ওপর হামলা: রিমান্ডে যে তথ্য দিলেন রবিউল

ইউএনও’র উপর হামলা: ৬ দিনের রিমান্ডে মালি রবিউল

‘চুরির জন্য ইউএনওর ওপর হামলা বিশ্বাসযোগ্য হয়নি’

ইউএনওর ওপর হামলা: সিসিটিভি ফুটেজ দেখে যা জানালো কর্তৃপক্ষ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত