ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চাটমোহরে বাউল ভক্তদের মারধরের প্রতিবাদে মানববন্ধন

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৩

চাটমোহরে বাউল ভক্তদের মারধরের প্রতিবাদে মানববন্ধন

পাবনার চাটমোহরে লালন একাডেমীতে সাধক গুরু ফকির লালন সাঁই’র ভাব সঙ্গীত চলাকালীন সময়ে বাউলদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভক্তবৃন্দ।

বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লালন সাঁই’র সঙ্গীত চলাকালে কথা কাটাকাটির জেরে ভক্ত শিল্পীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে স্থানীয় যুবকরা। এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গেপ্তারের দাবি জানান বাউল ভক্তবৃন্দ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- পাবনা কুলনাশা বাউল সঙ্গ সভাপতি রাজীব বাউল, চাটমোহর লালন একাডেমির সহ-সভাপতি জাকির হোসেন বাউল, উম্মদ বয়াতি, আজিজ ফকির, নিশান বাউল প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত