ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজের বাজারে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০১

পেঁয়াজের বাজারে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

অতিরিক্ত মূল্য ও মূল্য তালিকা টাঙানো না থাকায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজার ও হাজিপুর বাজারে অভিযান চালিয়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কেন্দুয়া কালিবাড়ি বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চাঁন মিয়াকে ৫ হাজার টাকা, দোকানে টাঙানো পণ্যের মূল্য তালিকায় পেঁয়াজের মূল্য নির্ধারন না থাকায় আবুল কাশেমকে ১০ হাজার টাকা এবং হাজিপুর বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় পেঁয়াজ ব্যবসায়ী লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বলেন, যেখানেই পেঁয়াজ নিয়ে মধ্যস্বত্বভোগীদের বাজার অস্থিতিশীলের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত