ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বনানীতে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান চলছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩১  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪

বনানীতে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান চলছে

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনেও এ অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ডিএনসিসি কর্মকর্তারা।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিততে এ অভিযান শুরু হয়।

বনানী ১১ নম্বর সড়কের সামনে ইউনিভার্সিটি, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল এ অভিযান পরিচালনা করছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ সাইনবোর্ড, বিল বোর্ডের উচ্ছেদ অভিযান চলবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অভিযানে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন- ডিএসসিসি’র অভিযান, ৩ মামলা ও জমি উদ্ধার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত