ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বাবুনগরীর সম্মেলনের ডাক, আছরের পর বৈঠক

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২  
আপডেট :
 ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬

বাবুনগরীর সম্মেলনের ডাক, আছরের পর বৈঠক

হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকার ঘোষণা দিয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় মসজিদের মাইকে তিনি এ ঘোষণা দেন। শনিবার আছর নামাজের পর শুরা বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আল্লামা শফী হুজুর আমাদের মুরুব্বি। আমরা উনার জন্য দোয়া করছি। আপনারা জানেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। আল্লামা শফী হুজুরের মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়ে যায়। আমরা হুজুরের (আল্লামা শফী) জানাজা-দাফন শেষ করে দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাক দিবো। সম্মেলনে আমরা সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের আমির নির্বাচন করবো।

উল্লেখ্য, গত ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। আহমদ শফী এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন।

আরও পড়ুন: হেফাজত ইসলামের পরবর্তী আমির কে?

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত