ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

কাবার গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন আল্লামা শফী

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৮

কাবার গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন আল্লামা শফী

আল্লামা আহমদ শফী পবিত্র কাবা শরীফের গিলাফের একটি অংশ উপহার পেয়েছিলেন। এ উপহার ছাড়াও তিনি অসংখ্য স্বীকৃতি পেয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালের ১১ আগস্ট লন্ডন থেকে ফেরার পথে ওমরা পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। সেখানে হারামাইন শরীফের মহাপরিচালক শাইখ সালেহ বিন আল হুমাইদ তাকে পবিত্র কাবা শরীফের গিলাফের একটি অংশ উপহার দিয়েছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে আনাস মাদানী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা গেছেন আল্লাম শফী।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখান থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে আনা হয় আজগর আলী হাসপাতালে। এই হাসপাতালেই মারা যান তিনি।

আরও পড়ুন:

বাবুনগরীর সম্মেলনের ডাক, আছরের পর বৈঠক

এক নজরে আল্লামা শফীর জীবনী

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত